Awami League for Democracy and Freedom

মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ

come to mukthi and learn the truth মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ  মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশেষ্য বিশেষন দিয়ে তোষামোদি করতে জান...

Thursday, September 13, 2012

পদ্মা সেতু হবেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতু হবেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নির্বাচনী প্রতিশ্রুতিরও বেশি বিদ্যুৎ উৎপাদন , বিদ্যুতের দেওয়া ওয়াদা ইনশাল্লাহ পূরণ করা হবে, সংসদে শেখ হাসিনা
বৃহস্পতিবার | ১৩ সেপ্টেম্বর ২০১২ | ২৯ ভাদ্র ১৪১৯
যেভাবেই হোক পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থের সংস্থান না হলে রেল বাদ দিয়ে শুধু গাড়ি পারাপারের ব্যবস্থা রেখে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের কারণে জটিলতায় পড়া পদ্মা প্রকল্প নিয়ে গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করলেও প্রকল্পের কাজ থেমে নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজ একেবারে থেমে নেই। ভূমি অধিগ্রহণ হচ্ছে, নদী শাসন ও ড্রেজিংয়ের কাজও চলছে। বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থার অর্থায়নে ২৯১ কোটি ডলার ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ছিল, যাতে রেল ও গাড়ি দুটিই পারাপারের ব্যবস্থা থাকার কথা।
শেখ হাসিনা বলেন, আরেকটা অল্টারনেটিভ প্ল্যান আমাদের কাছে আছে। যাতে শুধু গাড়ি চলবে। এতে খরচ অনেক কম হবে। যদি বিকল্প অর্থের সংস্থান না হয়, তবে আমরা অল্টারনেটিভটি বেছে নেব। গত ২৯ জুন বিশ্বব্যাংক অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেয় সরকার। তবে বিশ্বব্যাংককে ফেরাতেও বিভিন্নমুখী তৎপরতা চলছে। এর বাইরে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার একটি প্রস্তাবও সরকারের কাছে রয়েছে ।
সরকারি দলের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সব দুর্নীতির তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশ ও প্রচার করার জন্য গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সংবিধান বিশেষজ্ঞকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশে কিছু নেতা আছেন, যারা বসন্তের কোকিল। তারা কখন যে কুহুকুহু করেন আর চুপ করে বসে থাকেন সেটাই বোঝা মুশকিল। হঠাৎ করে তিনি এতটা উত্তেজিত ও সোচ্চার হলেন কেন, সেটাই প্রশ্ন।
এ প্রসঙ্গে সংসদ নেতা শেখ হাসিনা আরও বলেন, দুর্নীতির এসব তথ্য গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েই প্রকাশ করা উচিত ছিল। কেননা তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তখন কেন এগুলো প্রকাশ করা হয়নি, তা তার জানা নেই। আবার বেসরকারি টেলিভিশনসহ গণমাধ্যমও কেন ও কার স্বার্থে এগুলো প্রচার করে না, সেটাও প্রশ্ন। তবে ড. কামাল নিজেই এগুলো প্রকাশের কথা জানিয়েছেন বলে তাকে ধন্যবাদ।
দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেই এসব দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তে মূল সেতুর টেন্ডার প্রক্রিয়ায় তা প্রমাণ হয়নি। নির্মাণ তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে বিশ্বব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সরকার ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পে দেড় হাজার কোটি টাকা খরচ করেছে। বিশ্বব্যাংক তদন্ত করেও এতে কোনো দুর্নীতি পায়নি। যেখানে খরচ করা টাকায় কোনো দুর্নীতি হলো না, সেখানে যে টাকা ছাড়ই হয়নি, সেই টাকায় দুর্নীতি কীভাবে হয়?
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা দেশের জনগণের সার্বিক উন্নতি ও কল্যাণে তার সরকারের সাড়ে তিন বছরের সাফল্যের বিবরণ তুলে ধরেন। নাছিমুল আলম চৌধুরী, মোল্যা জালাল উদ্দিন, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম এবং একেএম মাইদুল ইসলামের পৃথক প্রশ্নের জবাবে দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ও কর্মসংসংস্থান বৃদ্ধিতে সরকারি পদক্ষেপ তুলে ধরেন তিনি।
বিদ্যুৎ ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিরও বেশি বিদ্যুৎ সরকার উৎপাদন করেছে। ওয়াদা যখন দেওয়া হয়েছে, তখন ইনশাল্লাহ বাকি ওয়াদাও পূরণ করা হবে।
স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ যখনই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়, তখনই আওয়ামী লীগের ওপর দায়িত্ব পড়ে ধ্বংসাবস্থা থেকে দেশকে উদ্ধারের।

Tuesday, June 12, 2012

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা


জনগণের সামনে সরকারের সাফল্য তুলে ধরুন, দলীয় এমপিদের প্রতি শেখ হাসিনা
১২ জুন ২০১২, ২৯ জ্যৈষ্ঠ ১৪১৯
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় সংসদ সদ্যদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্টতা বৃদ্ধি এবং জনগণের সামনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরার নির্দেশ দিয়েছেন। গতকাল বিকালে এখানে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।বৈঠক শেষে জাতীয় সংসদ মিডিয়া সেন্টারে চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ সাংবাদিকদের এ কথা জানান। শেখ হাসিনা দলীয় সংসদ সদস্যদের বর্তমান বাজেট অধিবেশনের আলোচনায় নিয়মিতভাবে অংশগ্রহণের এবং উন্নয়ন সম্পর্কে তাদের নিজ নিজ এলাকার জনগণকে অবহিত করার সুযোগ গ্রহণের আহ্বান জানান। তিনি দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন। ১ ঘণ্টারও বেশি স্থায়ী এ বৈঠকে আওয়ামী লীগের ২শ'রও বেশি সংসদ সদস্য অংশ নেন। 

Friday, May 18, 2012

নতুন প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা


২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দ্রব্যমূল্য হ্রাস ও মহামন্দা রোধ, দুনীতি দমন,জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ দিন বদলের সনদ নামে ২৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোর হস্তে দমন করার অঙ্গিকার করা হয়েছে৷ ২০২১ সালকে টার্গেট করে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে৷ এ প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালে অর্থাৎ ৪ বছরের মধ্যে দেশকে পুনরায় খাদ্যে আত্মনির্ভরশীল করা, আগামী ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারত্বের হার ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, আগামী ৫ বছরে দারিদ্র্যের হার কমিয়ে ৪৫ শতাংশ থেকে ২৫-এ নামিয়ে আনা, ৱাতক পর্যন্ত শিক্ষাকে সবার জন্য অবৈতনিক করা, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার দারিদ্র্য বিমোচনের হাতিয়ার-এই শ্লোগানের ভিত্তিতে রচিত এ ইশতেহার ভিশন-২০২১ নতুন প্রজন্মের তরুণ-তরুণী যারা প্রথম ভোটার হয়েছেন তাদেরকে উৎসর্গ করেন৷
ইশতেহারে গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলে উন্নয়ন,গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়৷ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে ক্ষমতার মধ্যে নিয়ে আসা, দ্রব্য মূল্য সন্ত্রাসী সিণ্ডিকেট ভেঙে দেয়া, বিশ্ব-মন্দা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন এবং তথ্য বিশ্লেষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা ইশতেহারে বলা হয়েছে৷
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে৷ আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে ২০ হাজার মেগাওয়াট৷ ৩ বছর মেয়াদি ক্র্যাস প্রোগ্রাম বাস্তবায়ন করে ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট এবং ২০১৫ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে৷ বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করাসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা,সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার, আইনের শাসন ও নাগরিক মৌলিক অধিকার সুনিশ্চিত করা হবে৷ শিক্ষা,বিজ্ঞান, তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ নিশ্চিত করা, নতুন শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা-ব্যবস্থা আধুনিক, ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা এবং ২০১৫ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে৷ ঢাকায় আরেকটি আন্তর্জাতিক বিমান বন্দর,পদ্মা সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক,রেল ও নৌ পথের আধুনিকায়ন করার প্রতিশ্রুতি রয়েছে৷ ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতি সত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও তাদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করা হবে৷ সার্ক, বিমসটেকসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ইসলামিক উম্মাহর সংহতি ও ইসলামি দেশগুলোর সঙ্গে সহযোগিতা উন্নততর করা হবে৷ সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে৷
সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে নতুন প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা