Awami League for Democracy and Freedom

মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ

come to mukthi and learn the truth মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ  মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশেষ্য বিশেষন দিয়ে তোষামোদি করতে জান...

Thursday, September 13, 2012

পদ্মা সেতু হবেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতু হবেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নির্বাচনী প্রতিশ্রুতিরও বেশি বিদ্যুৎ উৎপাদন , বিদ্যুতের দেওয়া ওয়াদা ইনশাল্লাহ পূরণ করা হবে, সংসদে শেখ হাসিনা
বৃহস্পতিবার | ১৩ সেপ্টেম্বর ২০১২ | ২৯ ভাদ্র ১৪১৯
যেভাবেই হোক পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থের সংস্থান না হলে রেল বাদ দিয়ে শুধু গাড়ি পারাপারের ব্যবস্থা রেখে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের কারণে জটিলতায় পড়া পদ্মা প্রকল্প নিয়ে গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করলেও প্রকল্পের কাজ থেমে নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজ একেবারে থেমে নেই। ভূমি অধিগ্রহণ হচ্ছে, নদী শাসন ও ড্রেজিংয়ের কাজও চলছে। বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থার অর্থায়নে ২৯১ কোটি ডলার ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা ছিল, যাতে রেল ও গাড়ি দুটিই পারাপারের ব্যবস্থা থাকার কথা।
শেখ হাসিনা বলেন, আরেকটা অল্টারনেটিভ প্ল্যান আমাদের কাছে আছে। যাতে শুধু গাড়ি চলবে। এতে খরচ অনেক কম হবে। যদি বিকল্প অর্থের সংস্থান না হয়, তবে আমরা অল্টারনেটিভটি বেছে নেব। গত ২৯ জুন বিশ্বব্যাংক অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেয় সরকার। তবে বিশ্বব্যাংককে ফেরাতেও বিভিন্নমুখী তৎপরতা চলছে। এর বাইরে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার একটি প্রস্তাবও সরকারের কাছে রয়েছে ।
সরকারি দলের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সব দুর্নীতির তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশ ও প্রচার করার জন্য গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সংবিধান বিশেষজ্ঞকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশে কিছু নেতা আছেন, যারা বসন্তের কোকিল। তারা কখন যে কুহুকুহু করেন আর চুপ করে বসে থাকেন সেটাই বোঝা মুশকিল। হঠাৎ করে তিনি এতটা উত্তেজিত ও সোচ্চার হলেন কেন, সেটাই প্রশ্ন।
এ প্রসঙ্গে সংসদ নেতা শেখ হাসিনা আরও বলেন, দুর্নীতির এসব তথ্য গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েই প্রকাশ করা উচিত ছিল। কেননা তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তখন কেন এগুলো প্রকাশ করা হয়নি, তা তার জানা নেই। আবার বেসরকারি টেলিভিশনসহ গণমাধ্যমও কেন ও কার স্বার্থে এগুলো প্রচার করে না, সেটাও প্রশ্ন। তবে ড. কামাল নিজেই এগুলো প্রকাশের কথা জানিয়েছেন বলে তাকে ধন্যবাদ।
দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেই এসব দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তে মূল সেতুর টেন্ডার প্রক্রিয়ায় তা প্রমাণ হয়নি। নির্মাণ তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে বিশ্বব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সরকার ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পে দেড় হাজার কোটি টাকা খরচ করেছে। বিশ্বব্যাংক তদন্ত করেও এতে কোনো দুর্নীতি পায়নি। যেখানে খরচ করা টাকায় কোনো দুর্নীতি হলো না, সেখানে যে টাকা ছাড়ই হয়নি, সেই টাকায় দুর্নীতি কীভাবে হয়?
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা দেশের জনগণের সার্বিক উন্নতি ও কল্যাণে তার সরকারের সাড়ে তিন বছরের সাফল্যের বিবরণ তুলে ধরেন। নাছিমুল আলম চৌধুরী, মোল্যা জালাল উদ্দিন, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম এবং একেএম মাইদুল ইসলামের পৃথক প্রশ্নের জবাবে দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ও কর্মসংসংস্থান বৃদ্ধিতে সরকারি পদক্ষেপ তুলে ধরেন তিনি।
বিদ্যুৎ ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিরও বেশি বিদ্যুৎ সরকার উৎপাদন করেছে। ওয়াদা যখন দেওয়া হয়েছে, তখন ইনশাল্লাহ বাকি ওয়াদাও পূরণ করা হবে।
স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ যখনই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়, তখনই আওয়ামী লীগের ওপর দায়িত্ব পড়ে ধ্বংসাবস্থা থেকে দেশকে উদ্ধারের।